আমাদের সম্পর্কে

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। আরও সহজ করে বললে এটি হলো সারাদেশের প্রশাসন পরিচালনার রিমোট কন্ট্রোল । সরকার পরিচালনার যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পথনকশা এখান থেকে দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় নামে আরও দু'টি গুরুত্বপূর্ণ কার্যালয় থাকলেও সচিবালয় হলো সবার মধ্যমনী। এ বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ খবরের প্রধান উৎসস্থলও সচিবালয়। সঙ্গতকারণে সচিবালয়ের যাবতীয় হালনাগাদ সংবাদ জানতে সবাই উদগ্রীব থাকে ।

সাংবাদিকতা পেশা যতগুলো বিটে বিন্যস্ত তার মধ্যে সচিবালয় বা প্রশাসন বিট খুবই গুরুত্বপূর্ণ। এ বিটে কর্মরত সাংবাদিক যত বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং সচিবালয় প্রশাসন জুড়ে যার সোর্স বেশি- তিনি নিঃসন্দেহে এখানকার সেরা রিপোর্টার। এ রকম একজন সাংবাদিকের কারণে তার প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট গণমাধ্যমও সমাজে খুবই প্রভাবশালী ও পাঠক-দর্শক সমৃদ্ধ গণমাধ্যম হিসেবে পরিচিতি পেয়ে থাকে ।

সাংবাদিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বিটে আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করছি ২৫ বছরের বেশি সময় । দীর্ঘ সময় ধরে সচিবালয় বিটে কর্মরত থাকায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ জুড়ে বিস্তৃত সংবাদ নেটওয়ার্ক গড়ে উঠেছে। এসব প্রেক্ষাপট বিচেনায় নিয়ে ‘সচিবালয় নিউজ ডটকম' চালু করার পরিকল্পনা গ্রহন করি। এখন পর্যন্ত এ ধরনের বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল চালু হয়নি। এটিই প্রথম ৷

আমি আশাবাদী, এ অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে দেশ ছাড়াও পৃথিবির যে কোনো প্রান্তের বাংলাভাষী পাঠক প্রশাসনের খুঁটিনাটি সব ধরনের সংবাদ এক ক্লিকেই এখান থেকে জানতে পারবেন। পাশাপাশি সব ধরনের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদও যথাযথভাবে উপস্থাপন করা হবে। এক কথায়, সবার আগে হাল নাগাদ সঠিক খবরের চাহিদা মেটাতে সচিবালয় নিউজ ডটকম আপনার আস্থা অর্জনে সব সময় সামনে এগিয়ে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।