স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী
- Author, সচিবালয় নিউজ প্রতিবেদক
- Role, ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ এএম
-
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সাথে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, " বাংলাদেশ-ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী-১৯৭৫ অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সম্বলিত যেকোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে কোন উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে।''
''সম্মতি ছাড়া তারা করতে পারবে না। তারা কাজ শুরু করেছিলো কিন্তু বিজিবি শক্ত অবস্থান নেয়ায় তা বন্ধ করতে বাধ্য হয়েছে," বলছিলেন তিনি।
জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩২৭১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত।
বাকী আছে ৮৮৫ কিলোমিটার এবং এরই বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ শুরু করলে বিজিবি তীব্র আপত্তি জানায়।
কর্মকর্তারা বলছেন এ আপত্তি জানানোর মূল কারণ হলো চাঁপাইনবাবগঞ্জ, তিন বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা ও লালমনিরহাটের ভারতীয়রা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যেই নির্মাণ কাজ শুরু করেছে, যা উভয় দেশের সমঝোতা অনুযায়ী হওয়ার কথা নয় বলে বাংলাদেশ মনে করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৩ সাল সময়ের মধ্যে কতগুলো অসম কাজ করা হয়েছে।
"বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেয়া নিয়ে যে সব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে," বলেছেন তিনি।
তিনি বলেন এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে অবহিত করবেন।
No files available for viewing.
মন্তব্য করুন