
‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘চিরকুমার সংঘ’ নামে একটি সংগঠনের বিক্ষোভ।
- Author, সচিবালয় নিউজ ডেস্ক
- Role, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম
-
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। আবার অনেকেই ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। তবে একই দিন বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘চিরকুমার সংঘ’ নামে একটি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন ‘দুষ্টু নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’, ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ ও ‘নষ্ট প্রেমের কাঁথাতে আগুন জ্বালো একসঙ্গে’। মিছিলটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি ও সহসভাপতি মো. মোস্তাকিম হোসেন বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেব না। আমরা ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করব।
‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’
রংপুরে চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল আবুল কালাম
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- চিরকুমার সংঘের সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি, সহসভাপতি মো. মোস্তাকিম হোসেন, সাধারণ সম্পাদক ফারহান তাহমিদ, সংগঠনের সদস্য আরিফ হোসেন খাঁ, রিহাদ হোসেন, সাইফুর রহমান রাকিব, মুত্তাসিন বিল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: বি এম জাহাঙ্গীর
বি এম মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৮০/১৩, প্লট-২৪, বাংলামোটর (ময়মনসিংহ রোড), ঢাকা, ১০০০ থেকে প্রকাশিত।
স্বত্ব © বি এম মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন