মির্জা ফখরুল
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
মির্জা
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
- Author, খাদে
- Role, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ এএম
-
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ কালবেলাকে জানান, আহতদের টোল প্লাজার থাকা লোকজন উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আমরা জানতে পারি, সেখানে নেওয়ার পর ৫ জন মারা যান।
No files available for viewing.
মন্তব্য করুন