মির্জা ফখরুল
মাদক সেবনের অভিযোগে জাবিতে ৪ শিক্ষার্থী বহিষ্কার
মির্জা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক বহন ও সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- Author, তারেক রহমান
- Role, ০২ জানুয়ারি ২০২৫, ০২:২৪ এএম
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক বহন ও সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের নির্দেশক্রমে প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্র ও ১ জন ছাত্রীর কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিষয়টির অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সুপারিশসহ ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
No files available for viewing.
মন্তব্য করুন