মির্জা ফখরুল
মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে মানুষের ঢল
মির্জা
মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে মানুষের ঢল
- Author, খাদে
- Role, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ এএম
-
কক্সবাজারের পেকুয়ায় জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর আসার খবরে মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় পেকুয়ায় মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতেই কয়েক হাজার মানুষ মাহফিলের প্যান্ডেলে অবস্থান নিয়েছে।
তাফসির ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী আজ রাত ৮টার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়া আসার কথা রয়েছে এবং তিনি রাত ১০টায় আলোচনা করবেন।
মাহফিলে লাখ লাখ মানুষের জমায়েত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাহফিলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ।
বিগত আওয়ামী লীগ সরকার মিজানুর রহমান আজহারীকে মাহফিল করতে না দেওয়া ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম ঢাকার বাইরে মাহফিল হওয়ায় দূর-দূরান্ত থেকে পেকুয়ার ওয়াজ মাহফিলে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।
No files available for viewing.
মন্তব্য করুন